দ্রব্যমূল্যের প্রতিবাদে হালুয়াঘাট ও ধোবাউড়ায় ১৯টি পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি ও সর্বগ্রাসী দূর্ণীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ ১২ মার্চ, শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় ১৯ টি ইউনিয়নে হাট বাজারে হাটসভা, মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।

হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসলাম মিয়া বাবুল,শহিদুল হক খান সুজন,রুহুল আমিন খান,আবদুল হান্নান, বুরহান হোসেনের নেতৃত্বে উপজেলার শাকুয়াই ইউনিয়নের শাকুয়াই বাজার ও বিলডোরা ইউনিয়নের বিলডোরা বাজার , উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত বদরুল কবির,আব্দুল হামিদ,আবু নাসের,আবুল কাশেম,হেলালুজ্জামান হেলাল,তাজবীর হোসেন অন্তর,সামাদ তালুকদার, সারোয়ার আহমেদ রুবেল,এনামুল হকের নেতৃত্বে স্বদেশী ইউনিয়নের নাশুল্লা ও ঘাষিগাও মোড় বাজার,বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, হাফিজ উদ্দিন বিএসসি, বোরহান উদ্দিন ঢালি,আব্দুল গণি,জাকির হোসেন, ইসমাইল হোসেন,দুলাল সরকার,সাদির হোসেনের নেতৃত্বে বাঘাইতলা ইউনিয়নের বাঘাইতলা বাজার, আবদুল হামিদ,মাইনুদ্দিন বাবুল,গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম শাহীনের নেতৃত্বে আমতৈল ইউনিয়নের বাহিরশিমুল বাজার,আরফান আলী, আনোয়ার হোসেন,মোতালেব হোসেনের নেতৃত্বে ধারা ইউনিয়নের ধারা বাজার, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,হুমায়ুন কবির,মোতালেব হোসেন,আব্দুল মজিদ,মওলানা আনিসুর রহমান,আল আমিন হৃদয় নেতৃত্বে নড়াইল ইউনিয়নের কুমুড়িয়া বাজার, আলী আশরাফ,মোশাররফ হোসেন,কসিম উদ্দিন জোয়ার্দারের নেতৃত্বে গাজীরভিটা ইউনিয়নের সুমনিয়াপাড়া ও সুর্যপুর বাজার, বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিনের নেতৃত্বে ধুরাইল ইউনিয়নের ধুরাইলবাজার ,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল আজিজ খান, তাঁতীদলের সাবেক সভাপতি আব্দুল লতিফ, আব্দুল মালেক সোহান, সোহেল আল আজাদ, বিএনপি নেতা হোসেন আলী, ডা.আবদুর রশিদ, হুমায়ূন কবির, মশীউজ্জামান,শরিফুল ইসলাম জাহিদের নেতৃত্বে সদর ইউনিয়নের কালিয়ানিকান্দা বাজার, ময়মনসিংহ জেলা মহিলা দলের সহ সভানেত্রী হোসনে আরা নীলু, বিএনপি নেতা আলী মাহমুদ,আবুল কালাম আজাদ,আবুল কাশেম,সায়েদুর রহমানের নেতৃত্বে কৈচাপুর ইউনিয়নের বোর্ড বাজার, হালুয়াঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ময়না বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ,ক্বারী আবুল কাশেম, আবদুস সাত্তার,হুমায়ুন কবির,আব্দুল মালেক,আল আমিন চমক, আবদুল জলওল,মেহেদী হাসান দুলাল,আকিকুল ইসলামের নেতৃত্বে জুগলী ইউনিয়নের খলিসাকুড়ি বাজারে হাটসভা, মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।

 

ধোবাউড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন,ফরহাদ আল রাজির নেতৃত্বে উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ঘোষগাঁও বাজার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, উপজেলা সহ সভাপতি ওয়াহেদ তালুকদার ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান লিটন,আব্দুস শহিদের নেতৃত্বে গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর বাজার, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস,কামরুল হাসান সুমনের নেতৃত্বে ধোবাউড়া সদর বাজার, গাজীউর রহমান,আবুল হাশেম,আমিনুল ইসলাম,হুমায়ুন কবির,রফিকুল ইসলামের নেতৃত্বে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চাইরা পাড়া বাজার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফরহাদ রাব্বানী সুমনের নেতৃত্বে বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাট বাজার, নয়ন মন্ডল,কাসুম উদ্দিন, সিদ্দিক হোসেনের নেতৃত্বে গোয়াতলা ইউনিয়নের বাজার, আবুল কাশেম ডলার, সোলায়মান সরকার,বাবুল হোসেনের নেতৃত্বে পুরাকান্দুলিয়া ইউনিয়নের বাজারে হাট সভা, মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে বাজার,পাড়া,মহল্লায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে লিফলেট বিতরণ করেন।
হাটসভায় বিএনপি নেতৃবৃন্দ দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে সরকারের সীমাহীন ব্যর্থতায় তীব্র সমালোচনা করে বলেন,দূর্ণীতি, লুটপাটে নিমজ্জিত সরকার পরিকল্পিত ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কেটে নিজেদের পকেট পূর্ণ করছে। তারা অবিলম্বে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও সর্বগ্রাসী দূর্ণীতি বন্ধ করার দাবী জানিয়ে বলেছেন, অন্যথায় সরকারকে পদত্যাগ করতে হবে। যে সরকার জনগণকে দূর্ভোগের মধ্য ঠেলে দেয়, সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নাই।