ফুলবাড়ীয়ায় বিএনপি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফুলবাড়ীয়ায় বিএনপি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল

April 16, 2022 108 Views

ফুলবাড়ীয়া প্রতিনিধি :বিএমটিভি নিউজঃ গত ১৫ এপ্রিল শুক্রবার বিকালে উপজেলা পরিষদের সামনে ফুল্লরা সপিং সেন্টার চত্বরে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও ফুলবাড়িয়ার কৃতি সন্তান, বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল করিম সরকার।
পৌর বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক জি এস কবির হোসেন এর সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাখন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা আনিছুর রহমান আনিছ, উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি সাইদুর রহমান (সাইদ মাস্টার), বাক্তা ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন খান বাপ্পী, জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাদাত আনার, সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিছ, পৌর যুবদলের সাধারন সম্পাদক আবু সালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জল, উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জনি, এজিএম ফাহাদ, পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল, যুবদলের আব্দুল লতিফ, আকরাম শিকদার প্রমুখ।
পরে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সাম্প্রতিক