You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের গুলিতে পা হারানো যুবদল ও ছাত্রদলের নেতাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি। বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পা হারানো দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শরীফ হাসান ও দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসানের হাতে আর্থিক সহায়তা তুলে দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান রোকন। এসময় মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শামীম আজাদ, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, সিনিয়র সহসভাপতি যুবদল রিয়াজুল মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, যুবদল নেতা শাহেদ আলী মানিক ও জাহাঙ্গীর আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ##