শুক্রবার ময়মনসিংহে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বই-আলোক চিত্র-প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিভাগীয় সদরে পর্যায়ক্রমে ‘ জিয়া স্মৃতি পাঠাগার’ এর উদ্যোগে শহীদ জিয়ার কর্মময় জীবনের ওপর বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

সে অনুযায়ী আগামী ১০ জুন,শুক্রবার, বেলা ৩ টায় ময়মনসিংহ বিএনপি কার্যালয়ে ‘জিয়া স্মৃতি পাঠাগার’এর উদ্যোগে শহীদ জিয়ার কর্মময় জীবনের ওপর বই ও আলোকচিত্র প্রদর্শনী এবং ৩.৩০ মি: কার্যালয় পাশবর্তী শিশু একাডেমী চত্বরে আলোচনা সভা ও প্রমাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রদর্শনী উদ্বোধন করবেন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শহীদ জিয়ার কর্মময় জীবণের ওপর বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক , বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক ড.মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য অধ্যাপিকা ড.তাজমেরী ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান।সভাপতিত্ব করবেন পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।