বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হালুয়াঘাটে দোয়া অনুষ্ঠিত

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হালুয়াঘাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আজ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খানের সভাপতিত্বে হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া এবং আলোচনায় অন্যান্যের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবীর, বিএনপি নেতা আরফান আলী, আব্দুল হামিদ, অধ্যাপক মোফাজ্জল হোসেন,
আব্দুল আজিজ খান, আলী মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম আলিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া পড়বো আলোচনায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সর্বত্র দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন দেশবাসীর দোয়া কবুল করবেন। তিনি সুস্থ হয়ে, মুক্ত হয়ে দেশের নেতৃত্ব দেবেন,মানুষের কল্যাণে কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা তাঁর আশু রোগ মুক্তির জন্য আল্লাহর করুনা কামনা করছি, নিঃশর্ত মুক্তির জন্য আন্দোলন করছি। সরকার যদি দেশনেত্রীকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে উপযুক্ত চিকিৎসার অধিকার না দেয়,তবে সরকার পতনের সর্বাত্মক আন্দোলন শুরু হবে।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

হালুয়াঘাটে কীর্তন অনুষ্ঠান পরিদর্শন

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ হালুয়াঘাটে পৌর শহরের উত্তর খয়রাকুড়ি হিন্দু সম্প্রদায়ের কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন ।
এসময় তিনি উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সাথে কিছুক্ষণ কীর্তন উপভোগ করেন তিনি কীর্তন অনুষ্ঠানের জন্য অনুদান প্রদান করেন।
এসময় হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত বদরুল কবীর, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ সভাপতি আবদুল আজিজ খান, জেলা মহিলা দলের সাবেক সহ সভাপতি হোসনে আরা নীলু উপস্থিত ছিলেন।