ফুলবাড়ীয়ায় আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

image

You must need to login..!

Description

এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায়  বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগ বিশাল আনন্দ র”্যালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার আনন্দ মিছিলটি ফুলবাড়ীয়া পৌরসভার সামনে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিন করে স্মৃতিসৌধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মিছিলটি শেষ হয়। পরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে আলোচনা সভা হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, এড আবুল কাশেম মুসা, মুমিনুল ইসলাম, ডাঃ তোফাজ্জল হোসেন, অধ্যাপক আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক, মজিবুর রহমান খান, আবু কাউসার মিলন,সাংগঠনিক সম্পাদক, শামসুল আলম বাবলু, তাজুল ইসলাম বাবলু চেয়ারম্যান, কেরামত আলী জিন্নাহ, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য এড আব্দুল মোতালিব, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান বুলবুল হেসেন, কৃষক লীগের আহবায়ক মাসুদ আলম লিটন, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কামরুজ্জামান, তাতীলীগে বিল্লাল হোসেন, যুবলীগের মঞ্জুরুল হক রাসেল প্রমুখ।
এর আগে আনন্দ মিছিল ও সমাবেশ সফল করতে দেওখোলা, বালিয়ান, আছিম, ভবানীপুর থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশাল মিছিল সমাবেশে যোগ দেন।