ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

image

You must need to login..!

Description

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ  স্বাধীনতার মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী ব্যাপক ঝাক-জমক ও উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।

শুক্রবার (৫আগষ্ট) দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সকাল ৮ টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে স্থানীয় রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পরবর্তীতে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো:শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা), জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশ আওয়ামীলীগ মহানগর, ময়মনসিংহ শাখার সভাপতি মো: এহতেশামুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের মাধ্যমে মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার