সিরিজ বোমা হামলা, অপপ্রচারের প্রতিবাদে গফরগাঁওয়ে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল

সিরিজ বোমা হামলা, অপপ্রচারের প্রতিবাদে গফরগাঁওয়ে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল

August 17, 2022 85 Views

গফরগাঁও উপজেলা সংবাদদাতা ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৮/১০ হাজার নেতাকর্মী অংশ নেয়। বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলা এবং অপপ্রচার-গুজবের মাধ্যমে ‘দেশ বিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসরদের’ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উস্কানির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগ এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
পৌর শহরের মধ্যবাজারের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে ৮/১০ হাজার নেতাকর্মীর অংশগ্রহনে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ন সড়কসমূহ প্রদক্ষিন করে উপজেলা আওয়ামী রীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষাভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, সিনিয়র সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান প্রমুখ।

সাম্প্রতিক