
You must need to login..!
Description
ফারুক ইফতেখার সুমন, ঈশ্বরগঞ্জ থেকে ২০০৪ সালের ২১শে আগষ্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুণঃরায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম রফিক, ড. উৎপল কুমার সরকার, সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, জেলা আওয়ামীলীগের সদস্য বদরুল আলম প্রদীপ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন রাহুল, সহ-প্রচার সম্পাদক আনোয়ারুল ইসলাস আনোয়ার, উপজেলা স্বেচ্চাসেবকলীগের আহ্বায়ক শহীদুল ইসলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক কাজি জিয়াউল হক শুভ্র, রফিকুল ইসলাম রবি, মুখলেছুর রহমান মানিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদউল্লাহ্ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।