ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে শোকাবহ আগস্টের আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে শোকাবহ আগস্টের আলোচনা সভা অনুষ্ঠিত

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক শিক্ষক ফোরাম আয়োজিত শোকাবহ আগস্টঃ “বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট বুধবার বিকেলে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

গণতান্ত্রিক শিক্ষক ফোরাম এর সভাপতি প্রফেসর ড. এম এ এম ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আহকাম উল্লাহ। মুখ্য আলোচক ছিলেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের উপদেষ্টা পরিষদ সদস্য প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ এমদাদুল হক চৌধুরী।