বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহ হরতাল পালন
August 25, 2022
204
No Comments
You must need to login..!
স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ জ্বালানী তেল মূল্যবৃদ্ধির গণবিরোধী সিন্ধান্ত বাতিল, দ্রব্যমূল্যর উর্ধ্বগতি রোধ, দূর্নীতি, লুটপাট বন্ধ এবং জনজীবনের দূর্যোগ নিরসনের দাবীতে আজ সকাল থেকে আধা বেলা হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহ জেলা শাখা।
স্টেশন রোডে তারা অবস্হান নিয়ে শান্তিপূর্ণ ভাবে হরতাল পালন করছেন। এসময় পুলিশ বাহিনীকে নিরাপত্তায় নিয়োজিত থাকতে দেখা গেছে।