
You must need to login..!
Description
এনায়েতুর রহমান ফুলবাড়ীয়া থেকে : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠানের আয়োজন করে ফুলবাড়ীয়া উপজেলা ও পৌর বিএনপি। গত ১৫ আগস্ট ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি অনুমোদনের পর আহ্বায়ক কমিটির নেতৃত্বে এটাই প্রথম কোন অনুষ্ঠান।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক। পৌর বিএনপি’র আহ্বায়ক এ.কে.এম শমসের আলী’র সভাপতিত্বে এবি সিদ্দিক সহ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয় উপজেলা পরিষদের সামনে ফুল্লরা চত্বরে। সেখান থেকে সম্মিলিত র্যালি বের করে পৌর সদর প্রদক্ষিণ করে শেষ হয় ভালুকজান পেট্রোল পাম্পে। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা।