You must need to login..!
Description
স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম মোজাম্মেল হক বলেন, পাকিস্তানের ২৩ বছরের শোষণ বঞ্চনার নিপীড়ন থেকে মুক্ত হতে মুক্তিযুদ্ধ হয়েছিল। যারা সম্মুখ সারিতে ছিলেন বীর মুক্তিযুদ্ধারা। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ষড়যন্ত্র করছে।
সোমবার দুপুরে জেলার সদর, তারাকান্দা, ধোবাউড়া ও ঈশ্বরগঞ্জ উপজেলার নব- নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধকালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ বির্নিমাণে কাজ করছে । মুক্তিযোদ্ধাদের ডিজিটাল কার্ড প্রণয়ন শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে।ময়মনসিংহ জেলায় ১৯২ মুক্তিযোদ্ধাকে পাকা নতুন বাড়ি প্রদান করা হবে।
জেলা শিল্পকলা একাডেমি হল রুমে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ফখরুল ইমাম এমপি, কাজিম উদ্দিন আহম্মেদ এমপি, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, এডিসি পুলক কান্তি চক্রবর্তী, জেলা আ’লীগের সভাপতি জহিরুল হক খোকা ভবন প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল হাকিম,সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় ,জেলা ও সদর উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ বক্তব্য রাখেন। উপজেলা পর্যায়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে অংশ গ্রণন করেন।