হালুয়াঘাটে বণ্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করলেন বিএনপির নেতা প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ মঙ্গলবার হালুয়াঘাটের সীমান্তবর্তী ভূবনকুড়া ইউনিয়নের কুচপাড়া গ্রামে বণ্য হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত ফসলের জমি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে মত বিনিময় চলাকালে গাড় পাহাড় থেকে নেমে হাতির পাল ফসলের জমিতে হানা দিলে এমরান সালেহ প্রিন্স এর নেতৃত্বে জনসাধারণ মশাল, লাইট হাতে হাতির পালকে তাড়া করে। এসময় হাতির পাল বেশকিছু জমির ফসল বিনষ্ট করে চলে যায়। কয়েকদিন থেকে হাতির পাল পাহাড় থেকে নেমে এসে ফসল বিনষ্ট করেছে। হাতি তাড়াতে গিয়ে কুচপাড়া গ্রামে হাতির পায়ে পিষ্ট হয়ে হাজী নওশের আলী নিহত হন।
এমরান সালেহ প্রিন্স নিহত নওশের আলীর বাড়ীতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারবর্গের সাথে সাক্ষাত করে সমবেদনা জানান এবং তার কবর জিয়ারত করেন।এর আগে তিনি হাতির পালের পায়ের চাপায় বিনষ্ট ফসলের জমি পরিদর্শন করেন ।
ক্ষতিগ্রস্ত কৃষক ও জনতার সাথে মতবিনিময়কালে তাদেরকে সান্তনা দিয়ে তিনি সরকারের প্রতি ক্ষয় ক্ষতি নিরুপন করে পর্যাপ্ত ক্ষতিপূরন এবং নিহত পরিবারকেও সহযোগিতা প্রদানের প্রদানের দাবি জানান। একই সাথে তিনি হাতির পাল তাড়াতে সরকারের নির্লিপ্ততার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে কার্যকর ব্যাবস্থা নেয়ার দাবি জানান। তিনি গ্রামের বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে হাতির পাল তাড়ানোর জন্য টর্চ লাইট প্রদান করেন এবং পালাক্রমে পাহারা দেয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন,বিএনপি সুখ দু:খে জনগণের পাশে থাকে। জনদুর্ভোগ বিরোধী চলমান আন্দোলনের কথা উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, জ্বালানী তেল, নিত্যপন্য, সার,পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলা,নারায়নগন্জে হত্যাকাণ্ড ও দমন নিপিড়নের প্রতিবাদে বিএনপির আন্দোলন করছে।হালুয়াঘাটের পাহাড়ী এলাকায় বণ্য হাতির আক্রমণ থেকে বাঁচানোর জন্যও বিএনপি জনগণকে সাথে নিয়ে কাজ করছে। দেশ ও জনগণকে বাঁচাতে যে কোনও ত্যাগ স্বীকারে বিএনপি বদ্ধ পরিকর বলে মতবিনিময় সভায় তিনি উল্লেখ করেন।