সিরাজগঞ্জের কাজিপুর সদর ইউনিয়নে আঃলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুর সদর ইউনিয়নে আঃলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

September 23, 2022 115 Views

আব্দুল খালেক পিভিএম ।।  তৃণমূল পর্যায়ে আঃলীগ কে শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা সদর ইউনিয়নের ওয়ার্ড আঃলীগের কমিটি গঠন উপলক্ষে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি কাজিপুর সদর ইউনিয়ন আঃলীগের আয়োজনে মেঘাই পুরাতন বাজারে অনুষ্ঠিত এ সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাসিম পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়।

সভাপতিত্ব করেন কাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এনামুল হক তালুকদার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার,কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব,সাবেক চেয়ারম্যান টিএম আতিকুর রহমান নান্নু,পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার,
উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার,সাধারণ সম্পাদক আলী আসলাম,সাবেক মেয়র জিএম তালুকদার মধু,সাবেক ছাত্র নেতা খালেকুজ্জামান আসাদুল ও ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইমন প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার,সাবেক সভাপতি আলহাজ্ব শওকত হোসেন,উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ভারপ্রাপ্ত বেলাতুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজা,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সহ সভাপতি টি এম জাহিদুল ইসলাম শামিম, সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম,শফিকুল ইসলাম ,আব্দুল মুকিত তাং ও আসাদুল ইসলাম সহ ইউনিয়ন আঃলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।পরে মনোনয়ন বোর্ড ১,২,৩,৩,৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মনোনীত দলীয় সভাপতি ও সম্পাদক বৃন্দের নাম ঘোষণা করেন।

সাম্প্রতিক