ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৫

ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৫

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে ৭৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) দিনগত রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে জেলা গোয়েন্দা শাখা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের মধ্যে সাজাপ্রাপ্ত ৬ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪৫ জন, নিয়মিত মামলায় ২১ জন, ১৫১ ধারায় একজন এবং পুলিশ আইনে দুজন রয়েছে।