
You must need to login..!
Description
ষ্টাফ রিপোর্টার, গফরগাঁও উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক কমসুচীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে দিনভর বৃহস্পতিবার। কর্মসুচীর মধ্যে ছিল: ভোর ৬টা ৩৬ মিনিটে ৩১বার তোপধ্বধনির মধ্যে দিয়ে দিবসের সুচনা ঘটে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে পুস্পতর্বক অর্পন করেনঃ উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান , রাজনৈতিক দল,গফরগাঁও প্রেসক্লাব ও বিভিন্ন স্কুল ,মাদরাসা ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। বেলা উঠার সাথে সাথে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টার দিকে গফরগাঁও ইসলামিয়া সরকারী হাইস্কুলে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও বিভিন্ন ধরনের অনুষ্ঠান। কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন ঃ ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপির পক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন (বাদল), উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার সহ প্রমুখ।