
You must need to login..!
Description
ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে দিবসটির সূচনা হয়।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুষ্প স্তবক অর্পণ ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। বিজয় দিবস পালনে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বিএনপি’র উপজেলা,পৌর ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি’র আহবায়ক আখতারুল আলম ফারুক। আরও উপন্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম বাদল, শাহিনুর মল্লিক জীবন, জাকির হোসেন খান বাপ্পি, পৌর বিএনপির আহবায়ক একেএম শমশের আলী, যুগ্ন আহবায়ক আবুল ফজল, মাহবুব আলম সেলিম, মাসুদ আহমেদ খান, উপজেলা দলের সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সামছুর রহমান শামীন,ডা: আইন উদ্দিন,হেলাল উদ্দিন,যুব নেতা রফিকুল ইসলাম রানা।
সভায় বক্তারা স্বাধীনতা যুদ্ধে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শহীদ সকল সূর্য্য সন্তানদের অবদানের কথা বিনম্র চিত্তে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং স্বাধীনতা সংগ্রামে দেশ স্বাধীন ও গণতন্ত্রের জন্য যে যুদ্ধ হয়েছিল সে গণতন্ত্র পূনঃরুদ্ধারে দেশ মাতৃকায় সকলকে আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান। এসময় বিএনপির উপজেলা, পৌর ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।