
You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম,পাবনা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা কর্তৃক আয়োজিত বার্ষিক উপজেলা আনসার ভিডিপি সমাবেশ ২৭ ডিসেম্বর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।কুড়িগ্রাম আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট (চঃ দাঃ) মোঃ ইবনুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নিদেশনা মূলক বক্তব্য দেন কুড়িগ্রাম ৩ আসনের জাতীয় সংসদ সদস্য-২৭ অধ্যাপক এম এ মতিন।প্রধান অতিথি সমাবেশে উপস্থিত আনসার-ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, আনসার-ভিডিপির সদস্যরা দেশের যে কোন প্রয়োজনে সর্বদা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আপনারা গ্রামগঞ্জে আপনাদের নিজের ও দেশের জন্য কাজ করে যাচ্ছেন।যা অন্য কোন বাহিনীর সদস্যদের পক্ষে করা সম্ভব হয় নয়।দেশের যে কোন ক্লান্তিকালে আপনারা,আপনাদের প্রশিক্ষণ লব্দ জ্ঞান কাজে লাগিয়ে দেশের মানুষের পাশে থেকে সবাইকে সাহায্য করে থাকেন।তিনি আরো বলেন,আপনাদের প্রতি সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে। সমাবেশে কুড়িগ্রাম জেলা আনসার-ভিডিপি কার্যালয়ের হিসাব কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা রাঙ্গার সঞ্চালনা ও পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন উলিপুরের উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন।সমাবেশে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ধামশ্রেণী ইউনিয়ন ভিডিপি দলনেতা মোঃ শাহাজালাল ও উলিপুর পৌরসভার ৩নং ওয়ার্ড ভিডিপি দলনেত্রী মোছাঃ সেলিনা বেগম।পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উলিপুর কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম মোঃ নুরুল ইসলাম ও গীতা পাঠ করেন দুর্গাপুরের সহকারী আনসার কমান্ডার জীবন চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উলিপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রেজওয়ানুর হক,উলিপুর থানার অফিসার ইনচার্জ খান আশরাফুজ্জামান ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উলিপুর শাখা ব্যবস্থাপক মোঃ মোকছেদ আলী।সমাবেশে প্যারেড পরিচালনা করেন উলিপুর আনসার ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক মোঃ শরিফুল ইসলাম। সমাবেশে এ উপজেলার ২০০ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা অংশ গ্রহণ করেন।সমাবেচে বার্ষিক কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ বেশ কয়েক জন সদস্যদের মধ্যে বাইসাইকেল ও ছাতা পুরষ্কার প্রদান করা হয়।সমাবেশে উপজেলা পর্যায়ের নানা শ্রেণি পেশার মানুষ,উপজেলার সকল ইউনিয়নের দলনেতা,দলনেত্রী,আনসার ও ভিডিপির নতুন,পুরাতন সদস্য,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।সমাবেশ সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।