
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। এতে ১৪৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৯টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তবে এরই মধ্যে উপজেলার ১৫ ইউপির মধ্যে ১১ ইউপিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। তাই নির্বাচনের আমেজ অনেকটাই কমে গেছে।
গফরগাঁও উপজেলার মোট ১৪৬টি ভোট কেন্দ্রের মধ্যে পাগলা থানার আওতাধীন ৮ ইউনিয়নে ভোট কেন্দ্র রয়েছে ৭৮টি। এর মধ্যে ৪৫টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এছাড়া গফরগাঁও থানার আওতাধীন ৭ ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৬৮। তার মধ্যে ৩৪ কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছে গফরগাঁও উপজেলা নির্বাচন অফিস।
গফরগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ ও পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, তাঁরা প্রতিটি কেন্দ্রের দূরত্ব, দুর্গম এলাকা, প্রার্থীদের নিকটতম কেন্দ্র ও কেন্দ্রের ভোটার সংখ্যার দিক বিবেচনা করে তালিকা প্রস্তুত করেছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে।
গফরগাঁও উপজেলা নির্বাচন অফিসার শামছুন নাহার ভূঁঞা বলেন, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৫টি ইউনিয়নে একযোগে ভোট গ্রহণ শুরু হবে। উপজেলায় মোট ভোটারসংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৫৭৮ জন।