ধোবাউড়ায় জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলমের জন্মদিন পালিত

image

You must need to login..!

Description

ইস্রাফিল হোসাইন পাপ্পু, ধোবাউড়া থেকে,  ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের জন্মদিন পালন করছে ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। শুক্রবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জিন্নত আলী বিশ্বাসের সভাপতিত্বে কেক কেটে জন্মদিন পালন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য জালাল উদ্দিন সোহাগ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন, কৃষক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান ইমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম তুলা, উপজেলা শ্রমীক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম খান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক বরকত উসমান, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আঃ কদ্দুস, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান সাকিব সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।