ধোবাউড়ায় তাঁতী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধোবাউড়ায় তাঁতী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

BMTV Desk No Comments

ইস্রাফিল হোসাইন পাপ্পু, ধোবাউড়া   ময়মনসিংহের ধোবাউড়ায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ তাঁতী লীগ উপজেলা উপজেলা শাখার আয়োজনে পালিত হয়েছে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। আয়োজিত আলোচনা সভায় উপজেলা তাঁতী লীগের সভাপতি মাহমাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের জনপ্রিয় সুনামধন্য চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য জালাল উদ্দিন সোহাগ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আঃ কদ্দুস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান সাকিবসহ উপজেলা তাঁতী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।