গফরগাঁওয়ে আঃ লীগের আলোচনা সভায় বক্তারা- দেশে জঙ্গিবাদের স্থান নেই

গফরগাঁওয়ে আঃ লীগের আলোচনা সভায় বক্তারা- দেশে জঙ্গিবাদের স্থান নেই

BMTV Desk No Comments

গফরগাঁও উপজেলা সংবাদদাতা ঃ পবিত্র মাহে রমজানে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে গফরগাঁও উপজেলা শাখা আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন (বাদল), উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, উপজেলা শাখা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ দুলাল উদ্দিন আকন্দ প্রমুখ।
বর্ধিত সভায় বক্তরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত মিলে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে। তাই দলের প্রতিটি নেতা-কর্মীদেরকে সজাগ থাকতে হবে। যাতে কোন ধরনের বিশৃংলা করতে না পারে। এ ছাড়া আগামী রোজা ঈদ/পহেলা বৈশাখের সময় খেয়াল রাখতে হবে। বিশেষ করে রোজা ঈদ কেন্দ্র করে।