
You must need to login..!
Description
এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকে ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বিদ্যুৎ,গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে পূর্বঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে সারাদেশের ন্যায় অবস্থান কর্মসূচি পালন করেন উপজেলা ও পৌর বিএনপি’র দলীয় নেতা কর্মীরা।
শনিবার(৮এপ্রিল)কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসুচি পালন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর মাহমুদ আলম। ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি’র আহবায়ক আখতারুল আলম ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম বাদল, শাহীনুর মল্লিক জীবন যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি, জাকির হোসেন খান বাপ্পী যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি, আবুল ফজল যুগ্ন আহবায়ক পৌর বিএনপি,শাজহান শিকদার যুগ্ন আহবায়ক পৌর বিএনপি, মাহবুব আলম সেলিম যুগ্ন আহবায়ক পৌর বিএনপি,মাসুদ আলম খান যুগ্ন আহবায়ক পৌর বিএনপি,ওমর ফারুক মাস্টার যুগ্ন আহবায়ক পৌর বিএনপি, বিএনপি নেতা শহিদুল ইসলাম শহিদ, ইঞ্জিনিয়ার শামছুর রহমান শামীম, আইন উদ্দিন,যুবদল নেতা উমর ফারুক,মঞ্জুরুল হক খান মঞ্জু সাবেক সহ সাধারন সম্পাদক পৌর ছাত্রদল প্রমূখ।
কর্মসুচিতে উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ১০ দফা দাবি বাস্তবায়ন করার আহবান জানিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের মাঠ পর্যায়ের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল রাজনৈতিক অপশক্তিকে মোকাবেলা করতে রাজপথে নামার আহবান জানান। অবস্থান কর্মসুচি শেষে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ভালুকজান মর্ডান একাডেমি উচ্চ বিদ্যালয়ে দোয়া ইফতার মাহফিল আয়োজন করেন।