
You must need to login..!
Description
এনায়েতুর রহমান ফুলবাড়ীয়া থেকে : ময়মনসিংহের ফুলবাড়ীয়ার সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত ইঞ্জিনিয়া শামছুদ্দিন আহমেদ এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজনে সভাপতিত্ব করেন, প্রয়াত ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ এর ভাতিজা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহিনুর মল্লিক জীবনের সঞ্চালনায় প্রয়াত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ এর স্মৃতিচারণ করেন- উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম বাদল,আনোয়ার হোসেন বাদশা,জাকির হোসেন খান বাপ্পি,কামরুজ্জামান মীর আজাদ, পৌর বিএনপির আহবায়ক একেএম শমশের,যুগ্ন আহবায়ক আবুল ফজল,মাসুদুর রহমান খান,
বাক্তা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশাফুদ্দৌলা খান ফারুক, ইউনিয়ন বিএনপির নেতা ডাক্তার আনিসুর রহমান, ফুলবাড়ী উপজেলা বিএনপির সদস্য, আসাদুল্লাহ আসাদ, ফুলবাড়ীয়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, পৌর যুবদলের সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার শামছুর রহমান, যুবদল নেতা মনজুরুল হক খান, ফুলবাড়ীয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ খান, ছাত্রনেতা মইনুল হক সিফাত
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রয়াত ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ ছিলেন সমাজ সেবক। এছাড়াও প্রয়াত ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সৈনিক থাকায় তৎকালীন ময়মনসিংহ -৬ ফুলবাড়ীয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় এলাকার ব্যাপক উন্নয়নমূলক কাজ করে মানুষের ভালবাসা অর্জন করেন। তার ভাতিজা আখতারুল আলম ফারুক চাচার মত এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে ভালবাসা অর্জন করছেন।