
You must need to login..!
Description
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
১ দফা বাস্তবায়নে ১৮ জুলাই ২০২৩ তারিখে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে পস্তুতি সভা করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি। রোববার দুপুরে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র ব্যানারে পৌর সদরের দলীয় অস্থায়ী কার্যালয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ওই পস্তুতি সভার আয়োজন করা হয়। সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে পুনঃরায় দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
পস্তুতি সভায় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূইয়া মনি, বিএনপি নেতা শাহজাহান জয়পুরী, নূরে আলম জিকু, সালাউদ্দিন খুররম, নুরুন্নবী, হায়দার আলীসহ পৌর ও ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।