গ্রেনেড হামলায় জড়িতদের বিচার কার্যকরের দাবিতে ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতার নেতৃত্বে বিক্ষোভ মিছিল

গ্রেনেড হামলায় জড়িতদের বিচার কার্যকরের দাবিতে ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতার নেতৃত্বে বিক্ষোভ মিছিল

August 21, 2023 145 Views

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২১ আগস্ট ২০০৪ সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা ও মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ ২৪ জন নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনিষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবলীগের নেতৃবৃন্দ।

সাম্প্রতিক