পাবনা প্রতিনিধি :
পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৮ম দফা বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা অবরোধ কর্মসূচি ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মশাল মিছিল করা হয়েছে। পাবনা জেলা বিএনপি এর সদস্য ও ড্যাবের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আহমেদ মোস্তফা নোমান এর নেতৃত্বে গত ২৮ নভেম্বর সন্ধ্যায় মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের মহিষের ডিপু থেকে বের হয়ে মধ্য শহরের বড় বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মশাল মিছিলে জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় ডাঃ আহমেদ মোস্তফা নোমান বলেন“এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে। আমাদের অবরোধ কর্মসূচি জনগণের দাবির ওপর ভিত্তি করে। এটা শুধু বিএনপির কর্মসূচি নয়। যারা দেশের মালিকানা থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সবার কর্মসূচি এটি।” তিনি সবাইকে শান্তি পূর্ণ কমসূচি পালনের আহবান জানান।