ফুলবাড়ীয়া প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে ১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসন থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল মালেক সরকারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গতকাল সোমবার(৯জানুয়ারি) সকালে উপজেলা সদরের মির্জা গার্ডেনে বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম এর কেন্দ্রীয় আমীর মুফতী মুনীর উদ্দিন এর নেতৃত্বে তাবলীগী নেতৃবৃন্দ নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া হাতে তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ।
এসময় কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলহাজ্ব ক্বারী আব্দুল মজিদ খাঁন, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক আলী, আন্ধারিয়াপাড়া বাজার মারকাজের সহকারি আমীর আলহাজ্ব আফাজ উদ্দিন ফকির , সহকারী কোষাধ্যক্ষ মো.জাকির হোসেন, চকরাধাকানাই মারকাজের আমির ক্বারী আব্দুল খালেক, আব্দুল্লাহ খান,যুব তাবলীগের হাফেজ নাজমুল হুদা, নজরুল ইসলাম,ছাত্র তাবলীগের রাকিবুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।