গফরগাঁওয়ে যুবদলের ত্যাগী ও নির্যাতিত নেতার বাড়িঘর ভাংচুর ও লুটপাট

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

গফরগাঁওয়ের রাওনা ইউনিয়ন যুবদল নেতা জাসিম মিয়ার বসতবাড়ীতে গত ৪, নভেম্বর ২০২৪ তারিখে ব্যাপক ভাংচুর ও লুটপাট ঘটনা ঘটেছে। এব্যাপারে গফরগাঁও থানায় অভিযোগ করেছে জসিম উদ্দিন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, জসিম উদ্দিন দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত, এবং বিগত আওয়ামী লীগ আমলে সে নানান অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন, গত ৫ তারিখের পর স্থানীয় আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী যার মধ্যে অন্যতম ফখরুল, জাকারিয়া, নাজমুল, আগের মতই তাদের মাদক ব্যবসাসহ নানা অবৈধ কর্মকান্ড অব্যাহত রাখে, জসিম উদ্দিন কিছুদিন যাবত এইসব বে-আইনী কাজের প্রতিবাদ করে আসছিলেন।

এতে উপরে উল্লেখিত সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে জসিমকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং সোমবার ফখরুল, জাকারিয়া, নাজমুলসহ আরো অজ্ঞাত ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দিনের আলোতে যুবদলনেতা জসিমের বসতবাড়ীতে হামলা ও ব্যাপক লুটপাট চালায়, জসিম স্ত্রী ও ছোট ছোট সন্তান এই হামলায় আক্রান্ত হয়।

জসিম মিয়ার সাথে কথা বলার সময় বারবার কান্নায় ভেঙে পড়েন, তিনি এই ঘটনার বিচার দেশনায়ক তারেক রহমানের কাছে বিচার চেয়েছেন, তিনি নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বিএনপি নেতার প্রত্যক্ষ মদদে এই সন্ত্রাসীরা এই হামলা করার সাহস দেখিয়েছে বলে মনে করছেন।

সামনের ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির এক স্থানীয় নেতা এই সব আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় এবং প্রকাশ্যে মদদ দিয়ে আসছেন বলে দাবী জসিম উদ্দিনের।

স্থানীয় মানুষদের সাথে কথা বলে যানা যায়, এই সন্ত্রাসীরা বিগত আওয়ামী লীগের আমলে সব ধরনের অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত ছিলো ৫ তারিখের পরও তারা তাদের আধিপত্য ধরে রেখেছে। মাদক সেবন ও বেচাকেনা এদের প্রধান কাজ, জসিম উদ্দিন তাদের এই কাজে বাধা প্রদান করায় তারা জসিম উদ্দিনকে হত্যার হুমকি দিয়ে আসছিলো, এবং সোমবার জসিম উদ্দিনকে হত্যার উদ্দেশ্যই তারা বসতবাড়িতে হামলা চালায়।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে রাওনা ইউনিয়ন সেচ্ছাসেবকদল নেতা নজরুল ইসলামকে প্রকাশ্য বাজারে ব্যাপক প্রহার করে এই ফখরুল, জাকারিয়া ও নাজমুল।

যুবদল নেতা জসিম জানান, গফরগাঁও থানায় লিখিত আকারে অভিযোগ করা হয়েছে কিন্তু ওসি সাহেব এখনো মামলা গ্রহণ করেন নাই। তিনি বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য এবং ন্যায় বিচারের জন্য স্থানীয় প্রশাসন ও বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন।##

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার