You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া বাজারে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। শনিবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত জসিম ৫ নং রাওনা ইউনিয়ন যুবদলের নেতা। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের স্বজন ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগেও জসিমের বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। বিষয়টি উপজেলা বিএনপির নেতাদের এবং থানার ওসিকেও জানানো হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শনিবার রাতে পাঁচুয়া বাজারে ১০/১৫ জন এলাকার চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী জসিমের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জসিমের স্বজনদের অভিযোগ, রাওনা ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান জালালের ইন্ধনে এই হামলার ঘটনা ঘটেছে। গত ৫ আগস্টের পর জালালের মদদে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল একটি গ্রুপ। জসিম এসব কাজে বাধা দেওয়া তার ওপর ক্ষিপ্ত হয় সন্ত্রাসীরা। এর জের ধরে ফকরুল, জাকারিয়া, শাহিন, আলামিনসহ ১০-১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী জসিমকে কুপিয়ে জখম করে।
এ বিষয়ে গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ##
মতিউল আলম