
You must need to login..!
Description
গফরগাঁও ( ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা ঃ
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা শাখা ,পৌর শাখা ও পাগলা থানা বিএনপির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ( ৭ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির উদ্যোগে গফরগাঁও পৌর শহরের আদর্শ শিশু বিদ্যা নিকেতন (কেজি স্কুল ) মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর মাহমুদ আলম। ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবি সিদ্দিকুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মুশফিকুর রহমান, গফরগাঁও উপজেলার পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম (ডাঃ রানা) , সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট আল ফাত্তাহ খান, সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাচ্চু প্রমুখ।
মতবিনিময় সভায় সদ্য বিলুপ্ত গফরগাঁও উপজেলা শাখা বিএনপি, পৌর শাখা বিএনপি, পাগলা থানা শাখা বিএনপি কমিটির নেতৃবৃন্দ, উপজেলার ১৫টি ইউনিয়ন, পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়কবৃন্দ অংশগ্রহন করেন।