
You must need to login..!
Description
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি;
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাও ইউপি চেয়ারম্যান উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান তালুকদারকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্যবৃন্দ।
জানা গেছে, গতকাল (১৩ডিসেম্বর)বৃহস্পতিবার গালাগাও ইউপি সদস্যবৃন্দ ও ইউনিয়নবাসীর ব্যানারে ইউপি কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন আলী,ও সাবেক ইউপি চেয়ারম্যান ময়মনসিংহ(উত্তর) জেলা বিএনপির সদস্য শামসুল হুদা তালুকদার,উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এটিএম মোখলেছুজ্জামান মুকুল, ইউপি সদস্য হারেছ উদ্দিন, রুপন মিয়া,মোখলেছুর রহমান, বাদশা মিয়া, মোছাঃ জুলেখা খাতুন, দেলোয়ারা খাতুন বিউটি। এসময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির নেতা আবুল বাশার তালুকদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, গালাগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল মিয়া,যুবদল নেতা সেলিম মিয়া,সাবেক গ্রাম সরকার মোঃ আবুল কাশেম, শ্রমিক নেতা নয়ন খান,সাবেক যুবদল নেতা শহিদ মিয়া প্রমূখ।
বক্তারা বলেন আব্দুর রহমান তালুকদার দীর্ঘদিন যাবত পলাতক রয়েছে ফলে ইউনিয়ন বাঁসি কাঙ্ক্ষিত সেবা হতে বঞ্চিত রয়েছে। এর ফলে প্রশাসন ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেন।