
You must need to login..!
Description
ত্রিশাল( ময়মনসিংহ) প্রতিনিধি :-
রমজান উপলক্ষে ত্রিশাল পৌর বিএনপি’র অধীনে ১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ত্রিশাল আসনের বিএনপি নেতা ডা. মাহবুবুর রহমান লিটনের নির্দেশনায় এই মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি আলেক চাঁন দেওয়ান সাধারণ সম্পাদক শেখ মোশাররফ হোসেন মিলন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। এছাড়া, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের অধিকার আদায়ে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিএনপি নেতাকর্মীরা প্রতি বছর রমজান মাসে এ ধরনের দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে থাকে, যা ধর্মীয় ও সামাজিকভাবে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।