ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

April 12, 2025 136 Views

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল ২০২৫) দুপুরে উপজেলা বিএনপি আয়োজিত ঈশ্বরগঞ্জ পৌর বাজারে অস্থায়ী দলীয় কার্যালয়ে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপি আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভুইয়া হিরা, রুহুল আমিন মাস্টার, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু, হোসেন মোহাম্মদ মন্ডল, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরিফ আবেদীন জায়েদী, আমিনুল ইসলাম খান মনি, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ। তবে বর্ধিত সভায় অনুপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন এবং তার ভাই উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শাহ মোফাজ্জল হোসেন টিপু এবং আরেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ঝুলন চকদার।

সভায় আগামীদিনে সকলে মিলে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কর্মী সম্মেলন করে খুব দ্রুত সময়ে কমিটি করার সিদ্ধান্ত হয়।

সাম্প্রতিক