ফুলবাড়ীয়ায় মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কুশমাইল ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সহ সভাপতি ও ফুলবাড়ীয়া উপজেলা মহিলা দলের সভাপতি ফাহসিনা হক লীরা, সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা নাসরিন হেলেন।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কাজ আরও জোরদার করতে হবে। একইসঙ্গে আন্দোলন, নির্বাচনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম বাদল, জাকির হোসেন খান বাপ্পি, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, বিএনপি নেতা কুশমাইল ইউপি সদস্য আলমাছ আলী, সাবেক ইউপি সদস্য সুরুজ, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক গীতা রানী, শিল্পি আক্তার, সালমা আক্তার প্রমূখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *