মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে ২৮ অক্টোবর মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৩ নান্দাইল – ৯ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শামসুল ইসলাম সূর্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল, নান্দাইল পৌরসভার ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ফকির, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাষ্টার ।সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে শেষ হয়। ###