মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
১৫৩ ময়মনসিংহ ৯ নান্দাইল আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী এম.এ কাদির ভূঁইয়া (খোকন ভূঁইয়া)। ৩১ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় তার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রার্থীতা ঘোষণা করেন তিনি। এম.এ কাদির ভূঁইয়া নান্দাইল উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, নান্দাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সদস্য। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের ত্যাগী নেতা মাওলানা মাদানী, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন বাবুল, বাপ্পীসহ অপরাপর নেতৃবৃন্দ।এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।###