নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ২৯ ডিসেম্বর সোমবার বিকাল ৫ টা পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থীরা ময়মনসিংহ জেলা সদরে ও নান্দাইল উপজেলার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা বরাবর স্ব-স্ব মনোনয়ন পত্র দাখিল করেন।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলা সদরে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরী, ডক্টর এ আর খান (এফডিপি) মনোনয়ন পত্র দাখিল করেন।
এ ছাড়া নান্দাইল উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন, স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এম ডি মামুন বিন আব্দুল মান্নান, স্বতন্ত্র প্রার্থী পিন্টু চন্দ্র বিশ্বশর্মা,জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাসনাত মাহমুদ ভূঁইয়া তারিক , ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মাও: সাইদুর রহমান, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শামসুুল ইসলাম রহমানি, গণফোরাম এর মনোনীত প্রার্থী লতিফুল বারী হামিম।