ত্রিশালে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

ত্রিশালে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

BMTV Desk No Comments

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ময়মনসিংহের ত্রিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ত্রিশাল পৌর শাখার উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান এবং দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল পৌর মহিলা দলের সভাপতি রিনা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মোমেনা সিদ্দিকা রাতুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম, শ্রমিক দলের সভাপতি ফিরোজ নুনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রতীক। তাঁর আদর্শ ও আপসহীন সংগ্রাম নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রয়াত নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক অগ্রণী সৈনিক। স্বৈরাচারের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব দেশবাসী কোনো দিন ভুলবে না। তাঁর আদর্শ ধারণ করেই আজ আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন,দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এটাই আজকের দিনে তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *