কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন ফুটবল মহানায়ক ম্যারাডোনা

কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন ফুটবল মহানায়ক ম্যারাডোনা

BMTV Desk No Comments

আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। ৬০ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি।

মাত্র কয়েকদিন আগেই রক্তক্ষরণজনিত কারণে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল। কয়েকদিন হাসপাতালে থাকার পর ডাক্তাররা তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই আজ (২৫ নভেম্বর) হার্ট অ্যাটাক করলেন আর্জেন্টাইন এই কিংবদন্তী। যেখান থেকে আর ফিরলেন না তিনি। মৃত্যুর কোলে ঢলে পড়লেন।বিশ্বের কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন এই ফুটবল মহানায়ক।