স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ময়মনসিংহ জেলা শাখার ৫০তম বার্ষিক শীতকালীন এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে ময়মনসিংহ জিলা স্কুল খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহছিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। জেলা শিক্ষা অফিস আয়োজিত প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলার ১২ টি উপজেলার শিক্ষার্থীরা অংশ নেয়। বিকেলে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন প্রধান অতিথি ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মুহাম্মদ আহমার উজ্জামান। এতে সভাপতিত্ব করবেন জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। ##