আঃ খালেক পিভিএম,পাবনা।। মেধা ও মননে সুন্দর আগামী এই প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়া জেলার শেরপুর উপজেলায় কৈশোর কর্মসূচির উদ্দোগে কিশোর কিশোরীদের ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টিএমএসএসের কৈশোর কর্মসূচি কর্তৃক আয়োজিত ৩০ জানুয়ারী কিশোর ও কিশোরীদের ইউনিয়ন পর্যায়ে ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়।বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ১ থেকে ৬ নং ওয়ার্ডে কিশোর কিশোরীদের নিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়।ক্রীড়া প্রতিযেগিতা অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ও অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের বগুড়া দক্ষিণ জোনের,জোন প্রধান মোঃ সানাউল হক।তিনি বলেন,মানুষের শরীরের জন্য যেমন পুষ্টির দরকার,তেমনি ভাবে মনের চাহিদা মেটাতে খেলাধুলা প্রয়োজন।তিনি আরে বলেন,আজকাল বাচ্চারা পড়াশুনা বাদ দিয়ে ক্রীকেট খেলার প্রতি ঝুকে পড়েছে।এ গুলি থেকে বাচ্চাদের ফিরিয়ে আনতে হবে।বাচ্চাদের ফিরিয়ে আনতে খেলাধুলার মাধ্যমে তা সম্ভব।এ ব্যপারে অভিভাবকদের বিশেষ ভাবে সতর্ক থাকা দরকার।অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএসের উপজেলা প্রোগ্রাম অফিসার শেখ সাদিয়া খাতুন বক্তব্য দেন।অনুষ্ঠানে সকল ওয়ার্ডের কিশোর,কিশোরী ক্লাবের কিশোর,কিশোরী সদস্যসহ বিভিন্ন ক্লাবের মেন্টরগন উপস্থিত ছিলেন।ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ক্লাবে কিছু উপকরণ সামগ্রী প্রদান করা হয়।ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিনটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের সদস্য,সদস্যা,নানা শ্রেণি পেশার প্রতিনিধি,এনজিও কর্মী,এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।