এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে : ময়মনসিংহের উপজেলার ঐতিহ্যবাহী পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের ৫১ তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি, ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি এ.কে.এম. সায়ফুল ইসলাম কাজল। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা সদরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন। খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আব্দুল আজিজ। ধারা বর্ণনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আতিকুল ইসলাম ও পলাশ বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. নজরুল ইসলাম। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সহকারী প্রধান শিক্ষক মো. মোজাফ্ফর হোসাইন।
অনুষ্ঠানে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।