আঃ খালেক পিভিএম,পাবনা।। নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের অধীন প্রতিষ্ঠানসমূহ টিএমএসএস আলীম মাদ্রাসা, ঠেঙ্গামারা ইয়াতিম খানা, নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা,জোবেদা মহিলা হাফেজিয়া মাদ্রাসা, টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী স্কুল এবং পূনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারী বগুড়ার টিএমএসএস রিলেজিয়াস কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয়।টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের চেয়ারম্যান আলহাজ মোঃ আব্দুর রহমান (পীর ছাহেব) এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভিন,জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান চৌধুরী,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসাহাক আলী ও জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা প্রমুখ।প্রধান অতিথি বলেন,পুন্ড্র নগরীর ঐতিহ্য পুনঃজন্ম পেয়েছে টিএমএসএসের বহুমুখী সামাজিক,মানবিক কর্মকান্ড ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিষ্ঠানসমূহের প্রতিযোগিরা অংশ নেয়।অপর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২,রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান,বগুড়া জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদাৎ হোসেন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের তৌফিক হাসান ময়না প্রমুখ।অনুষ্ঠানে অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম উপস্থিত সবাই কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।তিনি বলেন,টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও কাজ করছে।তিনি বলেন,টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে সারা দেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।অন্যদের মধ্যে টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছাঃ গুলনাহার পারভীন,হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম ও বগুড়া পৌরসভার কাউন্সিলর রাজু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মার্স পাস্ট,ডিসপ্লে পরিবেশন,খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, টিএমএসএসের উপদেষ্টা, পরামর্শক, কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় সমাজ সেবক, নানা শ্রেণি পেশার প্রতিনিধি, এনজিও কর্মী, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।উল্লেখ্য অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়।বহু দর্শক অনুষ্ঠানটি আনন্দের সাথে উপভোগ করেন।