আঃ খালেক খান পিভিএম।
নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত কৈশোর কর্মসূচি আয়োজিত মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।টিএমএসএসের বাস্তবায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের অর্থায়নে বগুড়া জেলার শেরপুর উপজেলার শেরপুর-১শাখার আওতাধীন উপজেলার ১১টি ইউনিয়নের কিশোর,কিশোরীদের নিয়ে ১৫ মে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দৌড় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন মিজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের যুগ্ম পরিচালক পিসি মোঃ কামরুজ্জামান খান,বগুড়া দক্ষিন জোনের,জোন প্রধান মোঃ সানাউল হক খান ও মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মজিদ প্রমুখ।অনুষ্ঠানে টিএমএসএসের শেরপুর অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ আনিছুর রহমান,শেরপুর-১ শাখার,শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান,কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার শেখ সাদিয়া খাতুন,প্রোগ্রাম অফিসার মোছাঃ মরিয়ম খাতুন ও বগুড়ার শাজাহানপুর উপজেলা ছোনকা শাখার মোঃ সম্রাট হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।মিনি ম্যারাথন দৌড় প্রতিযেগিতা শেষে বিজয়ী কিশোর,কিশোরীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।অনুষ্ঠানে এলাকার নানা শ্রেণি পেশার মানুষ,এনজিও কর্মী,কিশোর কিশোরী ক্লাবের সদস্য,প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, সমাজ কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।