ত্রিশালে রাত্রিকালীন ব্যাডমিন্টন ফাইনাল খেলায় সাদ জুটি চ্যাম্পিয়ন

image

You must need to login..!

Description

শফিকুল ইসলাম ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
“মাদককে না বলুন, সুস্থ যুব সমাজ গড়ে তুলুন”—এই স্লোগানকে ধারণ করে ময়মনসিংহের ত্রিশালে এক জমকালো রাত্রিকালীন ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে আবাবিল ক্লাবের আয়োজনে দা নিখোলা মধ্যপাটিপারা মুকুল মাস্টার বাড়ি খেলার মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় দর্শকদের মাঝে ছিল বিপুল উদ্দীপনা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মাজহারুল ইসলাম জুয়েল। খেলার উদ্বোধন করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার বেনজির আহমেদ, আর সভাপতিত্ব করেন মোশারফ হোসেন বাবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ত্রিশাল পৃষ্ঠাবের সভাপতি খসেদুল আলম মুজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ওহাব রাজু, সরকারি নজরুল ডিগ্রী কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কোভিদ,জেলা যুবদলের সদস্য মাহবুব আলম ও জামান হোসেন ইসলাম,
সাংবাদিক হামিমুর রহমান হামিম। স্বাগত বক্তব্য রাখেন জহিরুল ইসলাম মুকুল।

ফাইনাল ম্যাচের ফলাফল
শ্বাসরুদ্ধকর এ ফাইনালে শক্তিশালী শুকতারা জুটিকে ২-১ গেমে পরাজিত করে  সাদ জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সাকিব।

এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা হবে, যাতে তরুণ সমাজ খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারায় অভ্যস্ত হতে পারে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার