ময়মনসিংহে ডিবি’র হাতে ফেসবুক প্রতারক ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

image

You must need to login..!

Description

 

স্টাফ রিপোর্টার,

ভুয়া এনআইডি তৈরী করে ফেসবুক আইডির মাধ্যমে অর্থ আদায়কারী এক প্রতারক ও মাদক ব্যবসায়ীসহ দুইজন গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  বৃহস্পতিবার তাদেরকে গ্রেফতার করা হয়।  ঈশ্বরগঞ্জের উচাখিলা থেকে ফেসবুক প্রতারক রাকিব আল হাসান ইমন ওরফে আদনান আহম্মেদকে এবং বিভাগীয় নগরীর হাজি জালাল উদ্দিন স্কুলের সামনে থেকে ৪০ পিচ ইয়াবাসহ আরিফ রব্বানীকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, এক প্রতারক দীর্ঘদিন ধরে ফেসবুকে অনলাইনে পন্য বিক্রির জন্য মানুষের সাথে প্রতারনা করে কৌশলে বিকাশের মাধ্যমে টাকা গ্রহণ করে আসছে। এ ধরণের অভিযোগ পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারককে চিহিৃত করে বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালায়। অভিযানে উচাখিলা থেকে রাকিব আল হাসান ইমন ওরফে আদনান আহম্মেদকে গ্রেফতার করা হয়। সে চর আলগী গ্রামের কায়সার আহমেদের ছেলে। ডিবির ওসি জানান, প্রতারক রাকিব আল হাসান ইমন ওরফে আদনান আহম্মেদ ভূয়া এনআইডি কার্ড তৈরী করে ও ফেইজবুক আইডি খুলে বিভিন্ন লোকের কাছে প্রতারণা করে আসছে। এই প্রতারক অন লাইনের মাধ্যমে পন্য বিক্রির নামে এস এ পরিবহনের মাধ্যমে পন্য দেওয়ার ভূয়া রশিদ দেখিয়ে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে বিকাশ একাউন্টের মাধ্যম টাকা গ্রহণ করে আসছিল।

এছাড়াও ডিবি পুলিশ বিভাগীয় নগরীর হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় গেইটের সামনে থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক এক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তার নাম আরিফ রব্বানী। সে ফুলবাড়িয়ার থানার হাসপাতাল রোডের আবুল হোসেনের ছেলে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার