কোভিড-১৯ প্রতিরোধে ময়মনসিংহে  বিপিডিএমএস  সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

 কোভিড-১৯ প্রতিরোধে ময়মনসিংহে  বিপিডিএমএস  সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

bmtv new No Comments

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ  কোভিড-১৯ প্রতিরোধে ময়মনসিংহ জেলা পুলিশের বিট পুলিশিং ডিজিটাল মনিটরিং সিস্টেম (বিপিডিএমএস) সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের তথ্য পুলিশ কর্মকর্তাগণ বিপিডিএমএস সফটওয়্যারে হালনাগাদ রাখছেন। ফলে কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের অবস্থান সংক্রান্ত ডিজিটাল ম্যাপিং এর মাধ্যমে একটি ডিজিটাল ডাটা ব্যাংক তৈরী হয়েছে। ডিজিটাল ডাটা ব্যাংক থেকে অধিক করোনা আক্রান্ত এলাকা সহজে চিহ্নিত করে উক্ত এলাকায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ সহজতর হয়েছে। সুরক্ষা পাচ্ছে সুস্থ মানুষ। ময়মনসিংহের  পুলিশ সুপার  মুহাম্মদ আহমার উজ্জামান জানান, বিপিডিএমএস সফটওয়্যারের ডিজিটাল ডাটা ব্যাংক জেলার কোভিড-১৯ ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করেছে এবং সামনের দিনে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। ,

LATEST POSTS