You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রে বাউবি’র ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ ২১ অক্টোবর বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে। ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড. মেজবাহ উদ্দিন তুহিন জাতীয় পতাকা ও বাউবি পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম হারুন-অর-রশিদ ও আনন্দ মোহন কলেজের অধ্যাপক মো: হেদায়েতুল ইসলাম এবং আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপ-আঞ্চলিক পরিচালক মাকছুদা জাহান, বাউবি’র নেত্রকোণা উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধান মো: মনজুরুল হক, শেরপুর উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধান মোহাম্মদ মাহমুদুল আমিন, মধুপুর উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধান মো: হাফিজুর রহমান, কিশোরগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধান মো: আশরাফুল হাসান ও জামালপুর উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধান মোহা: রওশন আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলে বাউবি’র ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারকে তাঁর শুভেচ্ছাপত্রের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠান শেষে আঞ্চলিক পরিচালক ড. মেজবাহ উদ্দিন তুহিন অতিথিবৃন্দ ও উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধানদের সাথে বাউবি’র কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।